বাজাও বাজাও বাজাও শঙ্খ
গড়ো পরিচিত সুমধুর সুর
বাতাসে ভাসিয়ে দাও সে নিনাদ
বিধাতা শুনবে শব্দ নুপুর|


মনে সংশয়, রাখা কেন, বলো!
উৎকণ্ঠার কি যে প্রয়োজন!
গুঞ্জতে দাওনা শঙ্খের ধ্বনি
কেন ভোর, আর সাঁঝে আয়োজন!


নিয়ম গড়বে মানার জন্য
মানব নিয়ম খুশীর জন্য
শঙ্খের ধ্বনি দিচ্ছে যে খুশী
তাই এই ধ্বনি হয় না পণ্য|


এ তো নয় শুধু শঙ্খের ধ্বনি
আজানের স্বর, তাও ভেসে যায়
সেখানেও খুশী, তাই স্বর ওঠে
সময়ের দ্বারে আয়োজন হয়|


মহাশক্তির কথা তো শুনেছি
তাঁর স্থান আছে সব বিশ্বাসে
যে নিয়ম এই বিশ্বাস ভরে
সে নিয়ম থাক সকলের পাশে|


যে নিয়মে খুশী, সেটাই মানব|