যে পথের মাঝে তির্যক আলো দেখি
মন বলে সেই পথটাই নাকি মেকী|


মনটা যা বলে সেটা হয় বেদবাক্য
মেনে চললেই চলা হয় চিকচাক্য|


যে পথের পাশে নেই কোনো ফুটপাথ
সে পথে পথিক কি করেই হবে সম্রাট!


যে পথে ভাবনা সহজে খেই হারায়
সে পথের চলা সংশয়ে ভরে যায়|


যে পথ নগ্ন সারাদিন থাকে শূন্য
সে পথের চলা কার কাছে হবে রত্ন!


যে পথের পাশে নেই বৃক্ষের সারি
সে পথের চলা শুরুতেই হয় ভারী|


যে পথের পরিচয় হয় মেঠো পথে
কত শান্তিতে চলা যায় সেই পথে|


যে পথের খোঁজে এই জীবনটা ব্যস্ত
সেই পথটাতো হতে হবে খুব মস্ত|


যে পথে সাধনা, তার খোঁজ কে যে রাখে!
সে পথ কচিৎ এই মনটাকে ডাকে|


যে পথে শান্তি, সে পথ কোথায় বলোতো!
সে পথ খোঁজাই এই জীবনের ব্রত|


যে পথ আকাশে সে পথে চলতে পারি না
সেই পথে ঘোরে মনে যত কল্পনা|


যে পথে বিষাদ শুধু আনে অবসাদ
সেই পথে যাওয়া নিশ্চয়ই অপরাধ|


যে পথে শুধুই ভালবাসা আছে ছড়িয়ে
সেই পথ আমি রাখতেই চাই জড়িয়ে|


যে পথে সর্ব ধর্মের হয় সমন্বয়
সেই পথে পায় যে কোনো ধর্ম জয়|


যে পথ আমাকে বোঝায় জীবন সাধারণ
সেই পথে আমি চলছিও সর্বক্ষণ|