//জীবন বোধহয় দানাপানি//


স্বপন দেখে, পণ কি করা যায়!
তপনে কি, সে পণ জ্বলে যায়!
আপন করে, পণ কি রাখা যায়!
যায় না, সেটা আমরা সবাই জানি।


বিদায় দিলে, দায় কি কমে যায়!
নীদ্রায় কি, দায় হারিয়ে যায়!
সদয় হয়েও, দায় কি ভোলা যায়!
যায় না, এটা সব্বাই তো মানি।


বদল করে, দল কি গড়া যায়!
বাজলে মাদল, দল কি গঠন হয়!
বাদল ঘিরলে, দল কি ভেঙে যায়!
যায় না, তবু যুক্তি কানাকানি।


সকালে সব, কাল কি জড়ো হয়!
বিকালে কি, কাল হারিয়ে যায়!
আকালে কাল, কোথায় থেকে যায়!
'কাল'কে নিয়ে, কেনই টানাটানি!


স্মরণে সব, রণ কি রাখা যায়!
চরণে কি, রণ জড়িয়ে যায়!
বরণ করে, রণ কি কমে যায়!
যায় না, তবু রণকে মনে আনি।


বিশ্বাসে সব, শ্বাস কি ধরা যায়!
নিঃশ্বাসে কি, শ্বাসের অপচয়!
আশ্বাস দিলে, শ্বাস কি বেড়ে যায়!
যায় না, কিন্তু শ্বাসেই তো সব প্রাণী।


বিফলে সব, ফল কি উবে যায়!
সফলে কি, ফল এর বৃদ্ধি হয়!
কূফল হলে, জীবন কি শেষ হয়!
হয় না, কিন্তু চিন্তাতে হয়রানি।


কীসেই যে এই, জীবন ভালো হয়!
ভিন্ন মতেই, এর জবাবটা হয়
ভিন্ন জবাব, তৃপ্তি কি আর দেয়!
দেয় না, তবু জীবন দানাপানি।


সুবীর সেনগুপ্ত