জীবন- অজস্র সংখ্যায়।
   ।।সুবীর সেনগুপ্ত।।


বিরক্ত নিঃশ্বাস বেড়িয়ে আসছে
অগুণিত বিক্ষুব্ধ ফুসফুস থেকে।
দূষিত হওয়ায় ভরে গেছে
আধুনিক শহরের শিরা উপশিরা-
তার সাথে পাল্লা দিয়ে
বেঁচে আছে গরীব, মধ্যবিত্তের
অসংখ্য সন্তান সন্ততি।
গলিতে, রাজপথে সভ্যবেশে
ভিখিরীদের নব পদ্ধতিতে চৌর্যবৃত্তি।


ব্যস্ততার ব্যার্থ চাপে, বেকারের বিশ্বাসে
ধরেছে ঘূণ ধরা ফাটল...
রাইটার্স এর চারিদিকে, সাহেবি ফুটপাথে
বিক্রী হচ্ছে ডাল, ভাত, ও মাছের ঝোল।


গ্রাম গঞ্জ ঢুকে যাচ্ছে
অক্টোপাশ শহরের পায়ের তলায়...
নানা রঙের হাতছানিতে
সর্বনাশ আনছে ডেকে
গরীব চাষীর দল সুখের কিনারায়।


আজ আর মানছে না কেউ
সকালের নিয়মগুলো সকালের ঘাটে...
অবাধে সম্পন্ন হয়, যে কাজ যখন তখন
না দেখা তমসের বিষাদ তটে।


অপরূপ ভুবনের প্রাকৃতিক সৌন্দর্য্য ঘিরে
কৃত্রিম জীবন ধারা বিনাশের পথে...
সবাই নিচ্ছি শ্বাস, সীমাহীন আকাঙ্খায়
সারাদিনের ক্লান্তি সহে, অজস্র সংখ্যাতে।