জীবনটাকে বললে খাতা
কেউ কি বলবে বোকার ফন্দী!
তুলনাতেই আনছি শুধু
করছি না তো খাতায় বন্দী।


খাতায় তো সব খালি পাতা
ভরতে হলেই, শিখতেও হয়
প্রথম দিনে জীবন খালি
ভরতেই থাকে সব ঘটনায়।


জীবন ভরে, খাতাও ভরে
দুটোরই তো বয়স বাড়ে
হারিয়েও যায় দুটোই শেষে
তুলনা কি হয় একপেশে!


জীবন কি এক বই হতে পারে!
হয়েও তো যায় অস্তরাগে
তখন জীবন বই এর মতো
পূর্ণ শরীর যাওয়ার আগে।


জীবন কি পথ ভাবা যাবে!
ভাবলেই হয়, কোথায় বাধা
অজানা পথ, সে তো জটিল
জীবনও তো গোলকধাঁধাঁ।


জীবন কি হয় রেলের গাড়ী!
হয়ত হবে, দুটোই চলে
বিগড়ে গেলে কলকব্জা
দুটোই থামে এই ভূতলে।


তুললে জীবন তুলনাতে
হয় কি কোনো পরিবর্তন!
পরিসংখ্যান নেই যে কোনো
তাই তুলনা যখন তখন।


জীবন হবেই তুলনীয়
কে প্রতিবাদ করবে বলো!
তুলনাতে ভরবে না মন
কাব্যে থাকুক, সেটাই ভালো।