//জীবনের রণভূমি অনিশ্চিত ঢাল//


যে চাইছে চলে যেতে, তাকে যেতে দাও
যে থাকতে চায় কাছে, তাকে টেনে নাও।


উল্টোটা যদি করো, মানবে না কেউ
তখন আসবে ছুটে, দুঃখের ঢেউ।


দুঃখ কেনই নেওয়া, যেচে যেচে বলো!
যে যাচ্ছে তারই সাথে, দুঃখকে ঠেলো।


দুঃখ না থাকলেই, আনন্দ পাশে
যে আসছে তারই সাথে, আনন্দ আসে।


যা হারালো, তাই নিয়ে কেন পড়ে থাকা!
যা পেলাম, তাই নিয়ে আনন্দ পাকা।


স্বীকার করলে এই, সাধারণ দর্শন
আনন্দ আর খুশী, ছাড়বে না এ জীবন।


চলে যাওয়া নিশ্চিত, কোরো না বারণ
বারণ করলে পরে, দেখাবে কারণ।


ইচ্ছারই দাস হয়ে, চলে যেতে চায়
বাধা দিলে বলবই, এ তো অন্যায়।


ভাবপ্রবনতা দিয়ে, রাখতে চেয়ো না
জীবনের স্বাধীনতা, কাড়তে পারো না।


আজকে সে চলে যাবে, তুমি যাবে কাল
জীবনের রণভূমি, অনিশ্চিত ঢাল।


সুবীর সেনগুপ্ত