চলতে চাই না ঝুঁকি নিয়ে আমি
করতে চাই যে এ জীবন দামী
ঝুঁকি নিলে হতে পারে দুর্ভোগ
করতে যে চাই নিরাপদে ভোগ|


ভোগ চাই, সেটা কিছুতে হয় না
বাধা এসে যায়, সরাতে পারি না
ঝুঁকি তো নিইনি, তবু কেন বাধা!
এই রহস্য গড়েছে বিধাতা|


ঝুঁকিগুলো আছে ছড়িয়ে ছিটিয়ে
ডাকেনা কখনো হাতছানি দিয়ে
আমরা কি হই মত্ত এ কাজে
খুঁজে নিই ঝুঁকি কোনো এক খাঁজে|


ঝুঁকি না নিয়েও বাধায় পড়েছি
বাধাকে সরাতে ঝুঁকিও নিয়েছি
কি উচিত আর কি যে অনুচিত!
হিতে সব হয়ে যায় বিপরীত|


কাজ কাজ কাজ, প্রতি পলে পলে
বেঁধে নেব নাকি ঝুঁকিকে আঁচলে!
এ কী হয় নাকি! এমন হয় না
বোকাই বানায় ঝুঁকিকে গয়না|


ঝুঁকি হতে পারে ছোট আর বড়
ধরতে হয় তো, ছোটটাকে ধরো
বড় নিয়ে সফলতা কি আসে না!
আসে কদাচিৎ, তা নয় ভাবনা|


নাও বা না নাও ঝুঁকি কোনো কাজে
ঝুঁকি থাকবেই এ-ভাজে ও-ভাজে
হতেই পারেনা ঝুঁকি ছাড়া কাজ
ঝুঁকির মাঝেই লুকিয়ে যে তাজ|


যদি বলি ঝুঁকি বড় দুর্লভ
বলবেই জানি, 'তুমি গর্ধভ'
ভাবনাতে ঝুঁকি আনাই তো যায়
তা কি হবে নাকি নিত্য ধারায়|


অনেক কাজেই ঝুঁকি বেশ বড়
নিয়ে কেন হয়ে জাগ্ জড়সড়!
তখন ভাবনা ধরবেই ঝুঁকি
নিতে যদি পারি, নেবই বৈকি|


জীবনকে ভোগ করার উপায়
প্রতিটি জীবনে পৃথকই হয়
তৎস্বত্বেও আছে এক মিল
সব মন যদি হয় অনাবিল|


ভোগ করো, ভোগ করো এ জীবন
সেই ভোগ নয় নারীতেই মন
নয় খাদ্যে বা পোষাকে আশাকে
হবে, অহেতুক ভাবনাকে ঢেকে|


উধাও হবে না ঝুঁকি কোনোদিন
প্রতি পলে কাজ, তাতেই আসীন
মানুষ থাকলে, থাকবেও কাজ
ঝুঁকিও করবে কাজেই বিরাজ|


আর ঝুঁকি নেই প্রতিদিন মনে
কাজ করে যাই আমি আনমনে
থামতে হয় তো, থেমে যাই আমি
নয় সফলের হই অনুগামী|


"ঝুঁকি"