//জীবন ভাবনা, ভাবনা জীবন//


তোমার ভাবনা, জীবনকে নিয়ে
মম ভাবনাও, সেই পথ দিয়ে
কেউ থাকছে না, ভাবনাকে দূরে সরিয়ে...
জীবনটা নিয়ে, ভাবাই তো যায়
নিষেধ যে নেই, কভু ভাবনায়
আজীবন, এই ভাবনা থাকবে জড়িয়ে|


কখন ভাবনা, কোথায় ভাবনা
কেমন ভাবনা, কেন যে ভাবনা
এ সব প্রশ্ন, অবিধেয় আর অবান্তর...
জীবনের এক অঙ্গ ভাবনা
আকারবিহীন, দেখাও যায় না
কিন্তু বিরাজে, সকলের সাথে নিরন্তর|.


তোমার চাওয়ায়, সুখের ভাবনা
সুখ চিন্তায়, আমিও তো কানা
সকলের মন, ডুবেছে সুখানুভবে...
বিরামবিহীন, ভাবনা প্রবাহ
উৎস খুঁজলে, মৃত হবে মোহ
বালাও যায় না, ভাবনা যুক্ত স্বভাবে|


জীবন ভাবনা, ভাবনা জীবন
অকূল ধারণা, ভাবনার বন
অজ্ঞাত, এই বনে স্বাভাবিক বিচরণ...
এই বনে ভালবাসা প্রেক্ষিত
স্পর্শতে নেই, তবু কাঙ্খিত
ভাবনায় সুখ, স্বাধীন মনের প্রতিপাদন|


কি ভাবে গড়েছে, ভাবনার রূপ!
অঙ্গ বলেছি, কোথায় স্বরূপ!
ব্যাখ্যা কিংবা বিশ্লেষণ, অকার্যকর...
কথোপকথনে সব নিষ্ফল
বেশী ব্যাখ্যাতে মন চঞ্চল
বলতে কি পারি, ভাবনা অবান্তর!


সতত ভাবনা, মানস বদল
কর্মের রূপে, ভাবনা সচল
মানুষের প্রবণতা গতিপথে বিহ্বল...
ভাবনামুক্ত মন অযৌক্তিক
পাগল হলেও এই কথা ঠিক
জীবনের উপদেষ্টা ভাবনা অনর্গল|


সুবীর সেনগুপ্ত