//জীবন একটা প্রবাহিত ধরা//


ন'মাসে ছ'মাসে হচ্ছে যে কাজ
গঠন হয় না সেই কাজে ধারা
যে কাজ হচ্ছে প্রায় প্রতিদিন
ভাবতে হয় না সেই কাজে ধারা।


ধারার গঠন না হলে কী হবে!
এর যে জবাব, ধারাতেই আছে
ধারার সাথে কি পরিচয় নেই
ধারা পরিচিত সকলের কাছে।


জীবন একটা প্রবাহিত ধারা
চাওয়া না-চাওয়ার মধ্যে আসেনা
যত কিছু আছে এই ভূমন্ডলে
ধারাহীন হয়ে থাকতে পারে না।


জীবনের ধারা যন্ত্রের মতো
চালানো হয়েছে, চলতেই থাকে
যন্ত্র থামবে শক্তির শেষে
জীবনের থামা জড়তায় ঢেকে।


জীবনের ধারা স্বতঃস্ফূর্ত
কাউকেই গড়ে তুলতে হয় না
কাজের যে ধারা, আসে কাজ থেকে
নিত্য করলে, গড়া কঠিন না।


ধারা না গড়লে, বাঁচা কি যাবে না!
নিশ্চয়ই যাবে, বাঁচেও অনেকে
ধারা ধারা বলে চীৎকার কেন!
চীৎকার নয়, ভাবো-না এটাকে।


ভাববেই কেন ইচ্ছা না হলে!
সবার ভাবনা স্বাধীন বই কি
সবার কর্ম তেমনই স্বাধীন
স্বাধীনতা ছেড়ে চলা যায় নাকি!


ইচ্ছেমতন বাঁচতে থাকলে
ধারা গড়ে ওঠে, বোঝাও যায় না
বোঝা না গেলেও, ধারাগুলো আনে
জীবনে চলার সুস্থ ধারণা।


সুবীর সেনগুপ্ত