আমার জীবনে, কত পাতা আছে!
সে তো জানা যায়, জীবনের শেষে
যার জীবনের, পাতা জানা গেলো
সে তো জানল না, থাকল আঁধারে|


যত পাতা আছে, সব ভরে যাবে
যে ভাবেই হোক, সেটা হয়ে যাবে
এই জীবনের, সেটাই বিধান
জীবনের অবদান, কারো মতে|


আমরাই সব, পাতাগুলো ভরি
ভরতেই পারি, কোনো বাধা নেই
জ্ঞানে অজ্ঞানে, প্রত্যেকদিন
এই যে কাজটা, করি আমরাই|


পাতা যে ভরবে, দ্বিমত কোথায়!
ভরার জন্য, লাগেনাও কাজ
কাজ দিয়েও তো, ভরা যেতে পারে
সে তো উত্তম, খুলবে মেজাজ|


অসৎকর্মে, ভরা যেতে পারে
সৎকাজ দিয়ে, বেশী লোক ভরে
সেটাই কাম্য, তাতে মন থাকে
ভরে ভরে এক, খাতা ওঠে গড়ে|


কেউ কি চাইবে, আনকোরা খাতা!
কিংবা খাতাতে, পাতা নেই কোনো!
এমন চাওয়াই, ভয়ের কারণ
জীবন হয় না পাতাহীন, জেনো|


পাতা থাকবেই, চাই বা না চাই
গড়বেই খাতা, এসে গেলে ক্ষণ
ভরল যে খাতা, মন্দ কি ভালো
তার বিচারেই, নয় কি জীবন!


শোনোনি কি, সেই গানের লাইন
"জীবন খাতার প্রতি পাতায়"
সেটাই বলতে, চাইছি তো আমি
ছোট্ট আমার, এই কবিতায়|


জীবন হয় না পাতাহীন, জেনো