//জীবন জড়িয়ে সংখ্যায়//


উনিশ গেলে আসবে কুড়ি
আসবে সংখ্যা ভুরি ভুরি
দশ এর খেলা তখন কি আর চলবে...
অতীত করা যায় না চুরি
ভরতে পারি স্মৃতির ঝুড়ি
এর বেশী আর কী বা করা যাবে!


সময় গেলে, সময় আসে
পুরনো নয়, নতূন হাসে
নতূন সময় শূন্য ঝুলির মতো...
সেই ঝুলিতে যা পাই ভরি
তাই নিয়ে দিই সময় পাড়ি
গন্তব্যে পৌঁছে গিয়ে ঘুমোই অবিরত।


মাঝ পথ থেকে হয় না শুরু
হলেই, কুঁচকে যাবে ভুরু
কে কোন স্থানে প্রয়াস করবে থামার...
কেউ তো জানে থামবে কোথায়
কেউ কেউ থাকে শুধুই দ্বিধায়
থামা আর চলা চলতে থাকে বারবার।


চলব যত, সংখ্যা চলবে
বহু সংখ্যাও পার হয়ে যাবে
যায় না সংখ্যা নাগাল ছেড়ে বাইরে...
পারলে যেতে দিতে শতক
বোধহয় জীবন হয় সার্থক
এই তো নাগাল, তাই জেনেছি ভাইরে।


সুবীর সেনগুপ্ত