জীবন-নাম


একটি পাতা অনেক অর্থ
অনেক পাতায় একটিও নেই নাম-
খুঁজলে পরে পাবে তুমি
নামের ছড়াছড়ি...
যেমন চাইবে তেমনই হবে
জীবনের দরাদরি।


দর্পণে মুখ দেখবে তুমি
যেমন চাইবে মন...
মুখের আদল থাকলেও তেমন।


নিঁখুত একটি শরীর নিয়ে
ভাসছ তুমি কল্পনায়-
আঁকছ গড়ন পছন্দসই
অনেক পাতার শিরায় শিরায়-
তারই কিছু আকার নিয়ে
ফিরছ যখন বাস্তবে
সমীকরণ বদলে গেছে
জীবন পাতার অনুভবে।


সুবীর সেনগুপ্ত