//জীবন নিয়ে সামান্য ভাবনা//


অবসাদ ঘিরে নীরবতার উন্মাদনায়
মত্ত হলে কি ছুটবে জীবন!
সংকীর্ণ চিন্তাধারায় যতই ডুবে থাকি
ততই ক্ষুদ্র ভাগে বিভাজিত হয়ে যায় বন্ধন।


অযাচিত অনুমান শংকা ত্রাসে অলংকারিত হয়ে
কোন বাহবার হয় যে উন্মোচন!
অকারণে পরিত্যাগ করে নিজ সর্ব সুখ
কেন সিদ্ধিলাভের আশায় থাকে মন!
জীবন কি ছড়িয়ে থাকবে
তপনের নিরবিচ্ছিন্ন শিখার মতো
এ-কোণ বা সে-কোণ!


এই জীবন সংজ্ঞার সীমানায় বদ্ধ
আর সেই কারণেই জীবন ক্ষণস্থায়ী
ক্ষণস্থায়ী, তাই প্রকৃত মূল্যায়ন হয় না
মূল্যহীন হয়েও এই জীবনের প্রভূত মায়া
মুক্ত হোক মানুষ সেই মায়ার বন্ধন থেকে।


সুবীর সেনগুপ্ত