মৃত্যুটা এসেছিল, কালো সেজে নেচেছিল
শরীরটা কাত হয়ে পড়েছিল বিছানায়
নাচের অন্ত হল, শরীর করল দান
নিজেরই প্রাণটাই মৃত্যকে স্ব-ইচ্ছায়|


সেই কোনো একদিন জীবনটা এসেছিল
দান করে গিয়েছিল, শরীর কে এক প্রাণ
শরীর ফেরত দিল, নিয়মটা মেনে নিল
প্রাণটাকে যেতে দিল তারই নিজ জায়গায়|


জীবন ও মৃত্যু বাহকের কাজ করে  
প্রথমটা আনে প্রাণ, দ্বিতীয়টা নিয়ে যায়
কখন আনবে আর কখন যে নিয়ে যাবে!
কার সিদ্ধান্তে যে কাজদুটো হয়ে যায়!


জীবন আনলে প্রাণ, মৃত্যু বুঝতে পারে
তৈরীও হয়ে থাকে ফেরত আনতে প্রাণ
সুযোগ সামনে এলে, করে না অপেক্ষা
শরীরও দেয় প্রাণ, রাখে তার সন্মান|


জীবন ও মৃত্যু কি পরস্পরকে জানে!
না জানলে এমন এক পদ্ধতি গড়েনাকি!
জীবন আর মৃত্যুর এই যে কাৰ্যসূচী  
এতই নিঁখুত তাতে হয় না কিছুতে ফাঁকি|


জীবন দিলেই পাবো অমূল্য এক প্রাণ
বসতি এক শরীর এখানে বা ওখানে
প্রাণ যে অমর তাই ফিরে যাবে মূল স্থানে