গুন আর ভাগ, যোগ ও বিয়োগ
করেই যাচ্ছি, মিলছে না কেন!
ঠিক না করলে, মিলবে কি করে!
ঠিক করেও তো, কঠিন মেলানো।


ভুল যে কোথায়, খুঁজেই যাচ্ছি
খুঁজতে খুঁজতে, সময় যাচ্ছে
ভুল পাচ্ছি না, হোলো মুস্কিল
কোথাও তো ত্রুটি, রয়েই যাচ্ছে।


হটাৎ নজরে, পড়ল আমার
অঙ্কের নেই, কোনই আকার
যোগ করলেও, শুধু কমে যায়
আর এ জীবন, হয় ছারকার।


অঙ্ক ছাড়া তো, জীবন চলে না
প্রতিদিন, অঙ্কের প্রয়োজন
ভাগ ও বিয়োগ, যদিও বা মেলে
যোগ আর গুণের, বিয়োগে মরণ।


যোগ আর গুণ, যা আমি করছি
সবই যাচ্ছে, বিয়োগের ঘরে
জীবনের খাতা, অংকতে ভরা
আর সে অঙ্ক, দুরূহই করা।


তবুও মেলাতে, হবে যে অঙ্ক
আজ এই কাজ, হয়ে গেছে দায়
শুধু বুদ্ধিতে, এ কাজ হবে না
কুটিল হলেই, কাজটা তো হয়।


কুটিল হওয়া তো, ভীষণ শক্ত
ক্ষমতাই নেই, তেমন হওয়ার
অঙ্কের ভুল, মেনেই নিয়েছি
জীবন অঙ্ক, হোক যা হবার।