//'জীবন সুযোগ', কেন বলব না!//


যা দিলাম, তার হিসাব রেখো না
যা দিলাম, তা তো ভোগের জন্য
আমিও চলব, সেই একই পথে
তা হলেই, এই জীবন ধন্য।


শুভ পরিণয়, কেন হবে দায়!
দায় হয়ে গেলে, হবে পরাজয়
পরাজিত হতে, থাকব না সাথে
নকল খুশীর, বাড়াব না শাখা।


'এ জীবন ভোগ', বলছি না আমি
'জীবন সুযোগ', কেন বলব না!
নিয়ম দিয়েছে, সুযোগের পথ
সেই পথ নিতে, কেন চাইব না!


যে নিয়ম মেনে, আমি চলি পথ
তুমি কি দেবে না, সে নিয়মে মত!
সুযোগ সামনে, ধরে নিতে হবে
এর বিপরীতে, কার অভিমত!


কামনা বাসনা, জুড়েই বিবাহ
বলো কার নেই, এতে আগ্রহ!
অঙ্গীকারের, এমন ঘটনা
নজিরবিহীন, এতে আছে মোহ।


তুমি দেবে, আমি নিতেই থাকব
তোমার যা চাওয়া, আমি ভরে দেবো
এই মন্ত্রেই, থাক না বিবাহ
সম সুখ নিয়ে, জীবন কাটাবো।


কী এমন আর, আমি দিতে পারি!
কি আছে অধিক, তোমার থেকেই!
দুটি অন্তরে, যত ভালবাসা
তাই দেওয়া নেওয়া, করতে হবেই।


জীবন যে বাঁধা, সীমিত সময়ে
আদান-প্রদানও, সীমিতের ঘরে
আরও কেন ছোট, করব সীমানা!
দিয়ে আর নিয়ে, ভরো না আদরে!


মানুষের সাধ, সরল না হয়ে
জটিলের ঘরে, যায় ধেয়ে ধেয়ে
এখন যে সাধ, দিতেই বলছে
ভোগ করে নাও, রসিয়ে রসিয়ে।


সুবীর সেনগুপ্ত