//জীবন তো নয় রত্ন//


জল পেয়েছি, স্থল পেয়েছি
আকাশ পেয়ে ধন্য
তন পেয়েছি, মন পেয়েছি
মানুষ বলে গণ্য।


তিল পেয়েছি, তাল পেয়েছি
রূপান্তরের জন্য
ঢিল পেয়েছি, ঢাল পেয়েছি
লড়াই হবে অন্য।


প্রাণ পেয়েছি, মান পেয়েছি
হতেও পারি সৈন্য
দেশ পেয়েছি, ঘর পেয়েছি
আমিও নই দৈন্য।


দিন পেয়েছি, রাত পেয়েছি
আলোর খেলা ভিন্ন
সুর পেয়েছি, গান পেয়েছি
গেয়েই থাকি মগ্ন।


কান পেয়েছি, তান পেয়েছি
হয়না শোনা বিঘ্ন
মুখ পেয়েছি, জিভ পেয়েছি
মধুর স্বাদে বন্য।


রোদ আর বৃষ্টি দুই পেয়েছি
বেঁচে থাকার জন্য
ফল আর মূল তাও পেয়েছি
বাঁচাও তাই অনন্য।


কাছ পেয়েছি, দূর পেয়েছি
কোনটা নেব, প্রশ্ন
নিই বা না-নিই, কী আর হবে!
জীবন তো নয় রত্ন।


সুবীর সেনগুপ্ত