//জীবনে প্রধান খাদ্য//


খেতে চায়, তবু পায় না খাদ্য
তাঁদেরই বলছ বাজাতে বাদ্য
এই প্রহসন কেন বরাদ্দ!
দয়া আর মায়া মানুষের কেন ভিন্ন!
এ কী বিধাতার অবিবেচনার চিহ্ন!


যাঁর প্রাণ, সে তো সৃষ্টি করেনি
স্রষ্টার রূপ কখনো দ্যাখেনি
বিধাতা, স্রষ্টা মানতে ছাড়েনি
আহার যোগানো কার দায়, তবে বলো তো!
এটা বিধাতার দায় বলা যাবে হয়ত।


ভূবন পৃষ্ঠে প্রভূত শরীর
শরীরে শরীরে সমতার ভীড়
সমতা ছোঁড়েনা আহারের তীর
সমতার সাথে ক্ষুধার তুলনা হয় কী!
এমন প্রশ্নের উল্লেখ করা যায় কী!


খাদ্য বস্ত্র বাসস্থান চাই
এই তিন চাওয়া প্রধান হবেই
প্রধান না হলে ভেবে লাভ নেই
খাদ্য কী শুধু প্রধান হবেই জীবনে!
আহারবিহীন জীবন যে যাবে মরনে।


খেতেই তো চায়, আর কিছু নয়
একটু খাবার দিলেই তো হয়
দিলে ক্ষতি হবে, কেন এই ভয়!
ঘৃণিত চক্ষে কেন ওদেরকে দেখে থাকি!
ওদেরও প্রাণ বাঁচে আহারেই, নয় কি!


অনাথ হয়েছে পায়নি সাহারা
সুযোগ হয়নি করে লেখাপড়া
বাসস্থান তো কবে থেকে ছাড়া
যাঁর কিছু নেই, তাঁকে দোষ দেওয়া যায় কি!
যায় কি যায় না, দোষ খুব দিয়ে থাকি।


ভিখারী বা রাজা সাজা কেন পাবে!
কে দোষ করেছে দেখতেই হবে
আহারের ভাগ সকলেই পাবে
আর যাই না, আসুক খাদ্যে সমতা
খেয়ে বেঁচে থাক, এই হলো শেষ কথা।


সুবীর সেনগুপ্ত