//জীবনের বৃদ্ধি//


জীবনটা বাড়ে না তো চক্রবৃদ্ধিহারে
জীবনটা আগে যায়, একদিন যোগ করে।


একদিন আগে গিয়ে কি বৃদ্ধি হলো, বলো
বৃদ্ধি যায় না দেখা, যা বুঝবে বুঝে ফেলো।


বৃদ্ধি না বলে যদি বলি পরিবর্তন
তবে কি সহজ হবে বুঝতে জীবন ক্ষণ!


শরীর ও মন দিয়ে প্রতিটি জীবন গড়া
বৃদ্ধি বুঝতে হলে, দুটোতেই বোঝাপড়া।


শরীর বৃদ্ধি পায় জন্মের পর থেকে
সে বৃদ্ধি থেমে যায় যৌবনে পা রেখে।


প্রকৃত জীবন শুরু যৌবনে পৌঁছলে
তখন যে বৃদ্ধি, মনটাকে ধরে চলে।


শরীর বৃদ্ধি হয় স্ব স্বতঃস্ফূর্তভাবে
মনের অগ্রগতি চিন্তায় যায় ডুবে।


করতে হবেই হবে মনটাকে উন্নত
জীবনের বৃদ্ধিও হয়ে যাবে অবিরত।


কী বৃদ্ধি কী যে নয়, মনে অনুভব হয়
যা তুমি বৃদ্ধি ভাবো, আমার কাছে তা নয়।


বৃদ্ধিকে দেখা হবে কি পরিপ্রেক্ষিতে!
এখানেই জটিলতা ভিন্ন ভিন্ন মতে।


থাকলে অহংকার জীবনে চলার পথে
বৃদ্ধিকে চাওয়া হবে আড়ম্বরের সাথে।


বৃদ্ধিকে দেখলেই সহজ সরল করে
বৃদ্ধিও দেখা দেবে কর্মে ও অবসরে।


বৃদ্ধি হতেই থাকে প্রত্যেক জীবনে
যেটা হয় নিই না তো প্রত্যেকে খুশিমনে।


চেষ্টার পরে যেটা হচ্ছে তা হয়ে যাক
মানতেই হবে সেটা চরম বৃদ্ধি ডাক।


সুবীর সেনগুপ্ত