অস্থায়ী এই, জীবনে কেন যে
এত আক্ষেপ, আর ক্ষোভ!
কেন বিষাদের, হিংস্র প্রহার
কমাতে পারেনা, কোনো লোভ!


জানি অস্থায়ী, কিন্তু জানি না
কতদিন এই স্থিতি!
তাই কি জীবন, ভাবনাতে স্থায়ী
অবচেতনের মতি!


কালকে ছিলাম, আজকেও আছি
আছি, তাই বাঁচি, নয় কি!
নাই যদি থাকি, থাকবে না বাঁচা
এই তো সত্য, ভয় কি!


কতদিন থাকা, তা নয় ভাবনা
ভাবনাতে চাই বিশ্বাস
অস্থায়ী ক্ষণে, যেন ভরা থাকে
শুধু শান্তির শ্বাস|


জীবন তো সব, ক্ষণেই জড়ানো
পরের ক্ষণ ভবিষ্যৎ
ভবিষ্যতের, এই ক্ষণটাকে
প্রায় ছুঁয়ে চলে রথ|


মানুষের মন, যে ভবিষ্যতে
সে তো যুগ, আর বছরে
সকলের যুগ, বছর সীমিত
এ কী চিন্তার বাইরে!


স্বপ্নে জড়ানো, মানুষের মন
সেখানে মরণ কই!
কি কারণে বলো, স্থায়ী অস্থায়ী
ভাবনাতে আসবেই!


এতটাই, মনোরম এই ভূবন
আকর্ষণের শেষ নেই
প্রলোভন ডাকে, হাতছানি দিয়ে
একী ফাঁদ নাকি, ভাবি তাই|


বিষাদ পারেনা, সুখও পারেনা
কম করে দিতে লোভ
ছুটতেই হবে, লোভের পিছনে
পরে আক্ষেপ, ক্ষোভ|


সহজ জীবন, ধরলে কি হবে
লোভ আক্ষেপ অবসান!
অভিজ্ঞতায়, থাকবে জবাব
করবই না তো অনুমান|


জীবনের ছোট্ট দর্শন