কাজের মধ্যে থাকবে নিষ্টা
কথার মধ্যে শক্তি
হৃদয়ের মাঝে থাকবে না কোনো
ঠকিয়ে পাওয়ার যুক্তি|


লেখার মধ্যে থাকবেই ভাষা
পড়ার মধ্যে মন
একাগ্রতার মধ্যেই ডুবে
জ্ঞান হবে আহরণ|


খাদ্যের মাঝে থাকবেই স্বাদ
বাদ্যের মাঝে শব্দ
আহার হবেই তৃপ্তিতে ভরা
সংগীত অনবদ্য|


বাড়ীর মাঝারে থাকবে শান্তি
রাস্তার মাঝে লক্ষ্য
হৃদয়ের মাঝে শুধু আনন্দ
দূরেই রাখবে দুঃখ|


গভীর ঘুমেই থাকবে স্বপ্ন
অগভীর মনে ভয়
অবিশ্বাসের মাঝেই জীবন
সহজ ধারায় যায়|


গ্রহেই থাকবে প্রাণ-স্পন্দন
তারাদের মাঝে তাপ
মনুষ্যত্ব ভরে নিয়ে মনে
ভাবগুলো হবে নিষ্পাপ|


চেতনা থাকবে ভালবাসাতেই
শান্তির মাঝে প্রাণ
মনের মাঝেতে সুখ অনুভূতি
খুশীর প্লাবনে স্নান|


প্রকাশের মাঝে থাকবে সততা
তর্কের মাঝে সন্মান
জীবনের মাঝে শুধু বাস্তব
মুছে দেবে অনুমান|