//জীবনের মূল মন্ত্র কি আছে!//


কিছু ধরাবাঁধা কথাগুলো নয়
জীবনের মূল মন্ত্র
কিছু মনগড়া কাজ করবে না
এই জীবনকে ধন্য।


মূল মন্ত্রের খোঁজ কি পেয়েছি!
পাইনি, বলা বাহুল্য
কেন করি উল্লেখ এই কথা
যে কথার নেই মূল্য!


অনেক মন্ত্র জানলে খুঁজব
অনেকের মাঝে মূল
একটা মন্ত্রে হবেনা জীবন
বিশ্বাসে মশগুল।


মূল মন্ত্রের কথা উঠলেই
কত কিছু আসে মনে
সুখ আনন্দ ভালোবাসাবাসি
আরামের সন্ধানে।


জীবনের কোনো মন্ত্র আছে কি!
মূল মন্ত্র তো দূরে
জীবন মন্ত্র অতি অনন্য
প্রতিটি জীবন ধরে।


নয় কোনো কথা, নয় কোনো হাসি
নয়ত বা কোনো কর্ম
ভঙ্গুর এই জীবনের তরে
কিছুই হবেনা বর্ম।


কী অভিসন্ধি হবে জীবনের!
জিজ্ঞাসাই তো ভুল
মনে হয় যেন জীবন ঠুনকো
অনেক অর্থে ধূল।


যত ভাবি এই জীবনটা নিয়ে
ততই পড়ি বিপাকে
সব পাশ থেকে এসে যায় বাধা
এগোলেই সম্মুখে।


সকলের ধন একটি জীবন
ধন হয়ে যায় লুপ্ত
তাই তো ভেবেছি, ভাবব না আর
থাকবই হয়ে তৃপ্ত।


সুবীর সেনগুপ্ত