//জীবনের প্রয়োজন স্বচ্ছতা//


কাঁচগুলো হতে হবেই স্বচ্ছ
না হলে কিচ্ছু দেখাই যাবেনা
চশমা, গাড়ীর কাঁচ যাই হোক
স্বচ্ছ না হলে কাজই হবে না।


বহু প্রচেষ্টা স্বচ্ছ রাখার
সব কাঁচগুলো এখানে ওখানে
রাখতে শিখেছি কাঁচকে স্বচ্ছ
থাকছি না কেন স্বচ্ছ জীবনে!


কাঁচকে স্বচ্ছ রাখা এক কাজ
করলে এ কাজ, থাকব স্বচ্ছ
জীবন স্বচ্ছ এ ভাবে হয় না
এই তুলনায় কেন যে যাচ্ছি!


কাঁচ নির্জীব, বলতে পারে না
তাও হয়ে যায় স্বচ্ছ সময়ে
মনে স্বচ্ছতা আনবার হলে
শুধু বাহানায় যাই যে জড়িয়ে।


জীবন স্বচ্ছ করতে কী লাগে!
লাগে নাকি কিছু! কে যে অবগত!
কিছু তো লাগেই, লাগালেই হয়
স্বচ্ছ জীবনে কেন যে বিরত!


জীবনে আনতে হবে স্বচ্ছতা
তার অর্থই মন করে তাড়া
খুঁজতে খুঁজতে যা জেনেছি আমি
সত্য জীবনে স্বচ্ছতা ধারা।


সুবীর সেনগুপ্ত