এ জীবনে যত রঙ ভরেছিল
তেমনই আছে এখনো...
এ জীবন শুধু শরীরটা নয়
মনটাও রঙে রাঙানো|


সব প্রচেষ্টা বৃথা হয়ে যায়
শরীরটা যায় শুকিয়ে...
মনটাই থাকে তরতাজা হয়ে
সময় গেলেও হারিয়ে|


যে রঙ ভরেছি জীবনে আমার
কি করে মুছতে পারে!
আছেই সে রঙ কোনো জায়গায়
এ মনের পরিসরে|


এ রঙ তো নয় জিনিসের রঙ
হয়ে যাবে অস্পষ্ট...
এ রঙেই ভরা সুখ স্মৃতিগুলো
দেখা না গেলেও স্পষ্ট|


এ রঙ ভরছি সকলেই মনে
প্রশ্ন তো নয় পরিমান...
প্রশ্নটা হলো কি দিচ্ছে রঙ
তার কি কি অবদান!


আমরা ভরেছি, তাই তো ভরেছে
সবার জীবনে রঙ...
সে রঙ থাকবে জীবনের সাথে
ধরবে না তাতে জঙ|


কেন ভরি রঙ এ মনের মাঝে
এ তো কামনার ফল...
হারাতেও পারি ইচ্ছে হলেই
না দিলেও কেউ বল|


এ রঙ করেছে মনকে রঙ্গীন
দেবই না আমি হারাতে...
প্রতিদিন নেব এর অনুভূতি
শরীর সতেজ রাখতে|


রঙ্গীন মনই খুশীর আধার  
মানতেই চায় মন...
মানব না কেন! আমি তো খুশীতে
রাঙিয়ে চলেছি মন|