লিখে তো দিয়েছি, সেটা নিশ্চয়ই মানবে
করে দেব, যদি না পারো করতে, জানবে|


করা বা না-করা, এ কথায় নেই দম
কথা হলো, তুমি করতে চাও যে কম|


জানতে যে চাও অনেক, তা মেনে নিয়েছি
কৌতূহলকে সরাতে জবাব দিয়েছি|


কে কত জানছে, সেটা কি লক্ষ জীবনে!
এমন লক্ষ মানব কি করে, কে জানে|


মানতে তো পারি, যদি কাজে লাগে জ্ঞান
কাজে না লাগলে, সেই জ্ঞান অপমান|


যে কাজে জ্ঞানের অভাব, সে জ্ঞান থাক
'ভুল' দেবে সেই কাজে শতবার ডাক|


কম  জানলে কি মানুষ হয় নিকৃষ্ট!
এ কথার কোনো মানে হয় না তো দৃষ্ট|


এই তীর থেকে ওই তীরে যাবে তরী
খেয়া বাইলেই এ কাজে হয় না দেরী|


কাজ করলেই, সেই কাজ হয়ে যায়
আর না করলে, কাজ সেখানেই রয়|


অল্প জ্ঞানের কাজ অনেক ঘরে ঘরে
জ্ঞান কম নিয়ে লোকে কত কাজ করে|


ভেবে নাও কোন কাজটা করতে চাও
যদি চাও, তবে সেই কাজ করে যাও|


শুরু করে, শেষ না হতেই কেন থামা!
কিছু কিছু করে কেন চাপা দাও ধামা!


কাজ যে হয় না ছোট বড় সেটা জানো কি!
গুরুত্ব দিলে, সব কাজ বড়, মানো কি!


খুঁজতে চাইলে জীবনের কোনো সংজ্ঞা
খুঁজেও পাবে-না, করলে কাজ অবজ্ঞা|


আমি তো মেনেছি, জীবন মানেই কাজ
কাজেই লুকিয়ে আনন্দ করছে রাজ|


যা জেনেছি আর যা শিখেছি, তাই সম্বল
কাজ করে আসে আনন্দেরই কলরোল|


জানতে চাইছ, শিখতে চাইছ, তা বেশ
জেনে আর শিখে, শুধু কি দেবে আদেশ!


জীবনের সংজ্ঞা কাজ, নয় কি!!!