মানুষ পারেনা পূর্ণ করতে
সদা বাড়ন্ত জীবন পাত্র
সময়ের, অপচয় করে করে
ছোঁড়ে হাত পা-ই যত্রতত্র|


জীবনপাত্র যায় না যে ভরা
কি করে ভরবে! এ যে বাড়ন্ত|
যত ভরা হয়, তত খালি থাকে
এটা জানলেই, মন হবে শান্ত|


জানতে চাইলে, তবে জানা যায়
জানার পরেও, না জানার ভান
জীবনপাত্র, করে উপহাস
উপহাস পায়, উপেক্ষা মান|


এক এক মানুষ, এক এক পাত্র
আয়তনহীন, আকারবিহীন
যে যার আধার, ভরতে ব্যস্ত
খালির হিসেবে, অপেক্ষাধীন|


কতটা ভরলে, পাত্র ভরবে!
সেটা না জানলে, ভরবে কি করে
ভরার জন্য, লাগবে রসদ
তালিকা কোথায়! আছে নাকি ঘরে!


ভরার সময়, সীমিত এর কোলে
ক্রমশ বাড়ছে, রোজ পাত্রটা
তুচ্ছ করছি ,এই বৃদ্ধিকে
সিদ্ধি হয় না, ভরার কাজটা|


বাড়ে না পাত্র, এমনি এমনি
আমরা বাড়াই, যে যতটা পারি
তাই তো থাকেনা, মাপ আন্দাজ
মনটা ভরে না, যতই না ভরি|


যে পারে ভরতে, তার পাত্রটা
সেই পাত্রটা, হয় না তো বড়
সদাই পূর্ণ, থাকেও সহজে
শুনতে হয় না, পাত্রটা ভরো|


জীবনটা শুরু, হয় একদিন
অনন্তকাল, চলতে পারে না
প্রতিটি জীবন, সীমা দিয়ে ঘেরা
জীবনপাত্র, কেন তা হয় না!


এ সব ভাবনা, ভাবানো যায় না
ভাবে এলেই তা, হয় সক্রিয়
নইলে, জীবনপাত্র বাড়বে
ভরতে থাকবে, কাটবে না মোহ|


জীবনপাত্র