কেন জিজ্ঞাসা পাথরের কাছে করছি
এই জিজ্ঞাসা তোমাকেও করে দেখেছি
দুটো উত্তরে পেয়েছি অনেক মিল
কোনো উত্তরে তৃপ্তি কি আমি পেয়েছি!


জিজ্ঞাসা কিছু জানার জন্য, তাই তো!
কে মেটাবে সেই কৌতূহলের চিত্ত!
মানুষ মেটাবে, মেটাবে পাথর, ফুল
তাই তো হচ্ছে, জানছি নতুন নিত্য|


কত জিজ্ঞাসা অকালেই যায় হারিয়ে
জেনে যাই কত সন্ধানী মন সরিয়ে
ভয়, ক্রোধ, দ্বেষ নিয়ে জিজ্ঞাসা বিহ্বল
কেউ দেয় না তো আশ্বাসগুলো ছড়িয়ে|


আজকের খোলা পথ দেখে পাই বিশ্বাস
আগামীতে সেই পথে বাঁধা পায় নিঃশ্বাস
প্রশস্ত মন হঠাৎ কেন যে বদলায়!
জিজ্ঞাসাগুলো হয়ে যায় অজ্ঞাত দাস|


সকলের মনে জিজ্ঞাসা সীমাহীন
ধরণীর বুকে প্রশ্ন হবে না অন্ত
কাকে জিজ্ঞাসা সেটাই কি নয় প্রশ্ন!
এটা জানলেই জিজ্ঞাসা হবে শান্ত|


শুধু শান্তিতে আসবে কি মনে তৃপ্তি!
উপযোগী উত্তরে মন পরিতৃপ্ত
প্রাণ নিষ্প্রাণ উভয়ের থেকে উত্তর
করলেই হবে এই মনটাকে দীপ্ত|