//যোগ-সংযোগ//


যোগ সংযোগ, আর মনোযোগ
এ দুটো থাকলে, কমে দুর্ভোগ
এই কি মানার মতো!
যোগ সংযোগ, হলেই তো ভাব
মনোযোগ দিয়ে, কাজ করে লাভ
তাই করি অবিরত।


যোগ সংযোগ, করব কি করে!
সবাই যে থাকি, বেশ দূরে দূরে
করতে কি হবে রোজ!
রোজ রোজ দেখা, হলে হয় কথা
তাতে সংযোগ, হয়ে যায় গাঁথা
সংযোগ নয় খোঁজ।


মনোযোগ আমি বাড়াব কি করে!
কাজ থেকে মন, চলে যায় দূরে
সহজ কাজ যে নয়
দৃঢ় মনোযোগ, এক বারে নয়
ধীরে ধীরে এটা, শিখতেই হয়
শিখে গেলে হয় জয়।


যোগ সংযোগ, সবার কামনা
সবাই কি দেয় মনোযোগে হানা!
কামনাতে এলে, ভালো
না আনতে চাও, সুদূরে পাঠাও
অবারিত দ্বার, যেটা খুশী নাও
পারলে, জ্বালাও আলো।


যোগ সংযোগ, হবে নাকি ভোগ!
ভোগের তরেই, খুঁজি কি সুযোগ!
এটা মনে হয় ভুল...
যোগ সংযোগ, নিটোল নিখুঁত
আলাপসালাপ, থাকেও অটুট
যোগ-সংযোগে মশগুল।


সুবীর সেনগুপ্ত