//জন্ম-মৃত্যু-কারণ//


জন্ম একটা ঘটনা অসাধারণ
মৃত্যু একটা ঘটনা বোধহয় সাধারণ
কারণ দেখিয়ে ব্যাখ্যাতে আমি যাব না
যদিও কারণে হয়ে গেছে এই ধারণা।


কারণ ছাড়া কি লেখা আগে যেতে পারে!
কিছু লিখলেই কারণে জড়িয়ে পড়ে
জন্ম না হলে মৃত্যু কি ধরা দেবে!
অবাস্তব এই যুক্তিই হেরে যাবে।


জন্ম শুধুই একটি মাত্র ঘটনা
এই ঘটনাই বহু ঘটনার প্রেরণা
শুধু তাই নয়, জন্ম প্রথম ঘটনা
মৃত্যু কি শেষ ঘটনা! বলতে পারিনা।


হোক সাধারণ কিংবা অসাধারণ
সময়ের সাথে পাল্টে যায় ধরণ
যখন ভাবছি ভাবনার কী কারণ
কারণই দিচ্ছে বদলে আমার মন।


কী নিয়ে লিখছি, সেটাই এখন ভাবছি
জন্ম - মৃত্যু, নাকি 'ঘটনায়' ডুবছি!
ঘটনা হবেই ভিন্ন ভিন্ন প্রকারে
জন্ম-মৃত্যু থাক তারই এক ঘরে।


সুবীর সেনগুপ্ত