খুশী কি হয়েছি নিয়েই জন্ম!
চলতেও হবে, এটাও কাম্য
অনেক কিছুই আছে কামনায়
তাই ভেবে ভেবে জীবন গড়ায়|


কি যে কামনায়, আর কি যে নেই
ভাবের মধ্যে কামনা হারায়
মিটছেও কিছু, চলছেও দিন
কামনা বাড়ছে প্রায় প্রতিদিন|


কি করে যে হবে কামনার শেষ
জবাব পাই না, সাদা হয় কেশ
জীবনের চলা কঠিন তো নয়!
সরল ভাবতে লাগে মনে ভয়|


কঠিন সরল কি হবেই ভেবে!
কামনাগুলোকে থামাতেই হবে
থামানো যাবেনা চলা জীবনের
কামনা যে জড়ো হয়ে যায় ঢের|


গড়লাম এক কামনা তালিকা
তালিকা শুধুই দিয়ে গেল ধোঁকা
যা যা কামনায়, কিছু তো পেলাম
তালিকার থেকে বাদও দিলাম|


যত বাদ তার থেকে বেশী যোগ
তালিকাও হলো বড় দুর্ভোগ
কামনার থেকে ছাড় পাওয়া ভার
ভরতে চাইনা কামনা আধার|


চেষ্টা করেই পেরেছি ছাড়তে
কামনার প্রলোভন নেই পাতে
জীবন কাটছে বাধাহীন হয়ে
ধীর গতি, তাও নিয়েছিও সহে|


কামনার শেষ করতে পেরেছি
আর ভয় নেই, সেটাও জেনেছি
কি আর থাকবে কাম্য, জীবনে
জন্ম নেওয়ার খুশী আজ মনে|


জন্ম নেওয়ার খুশী আজ মনে|