জন্ম নিয়েই, কে হয় শত্রু!


কে যে নিয়ে নেবে শত্রুর রূপ!
কে হতে চাইবে মিত্র!
জানতে চেয়োনা জ্যোতিষীর কাছে
তারা দেবে ভুল চিত্র।


জন্ম নিয়েই, কে হয় শত্রু!
শত্রু তো হতে হয়
বেশী কাঠখড়, পোড়াতে হয় না
নিয়ম ছাড়াই হয়।


শত্রু কি হবে, শুধু যারা পর!
এই ভাবনায় আছো কি!
এটা ঠিক নয়, তাই মনে হয়
মানতে আমরা পারি কি!


যাঁদের চিনিনা, যাঁদের জানিনা
কি ভাবে শত্রু হবে!
আমার বুদ্ধি, বোঝাতে পারে না
জানলে কি জানাবে!


যে মনে হিংসা, আর আছে লোভ
শত্রু হয় সেই মন
তার থেকে দূরে, থাকতে পারলে
ভীতি হবে বিমোচন।


মেলামেশা হলে, তখনই জানব
কোথায় হিংসা লোভ
চলে যেতে হবে, নিশ্চুপে দূরে
না রেখেই কোনো ক্ষোভ।


এটাও তো হয়, মেলামেশা করে
ভালো মন খুঁজে পাই
মিত্রের ছবি, ফুটে ওঠে মনে
খুশীতে মন ভরাই।


প্রথমেই, হয়ে যায় পরিচয়
একটু খুশীর জোয়ার
জোয়ার আসলে, ভাটাও আসবে
মনে রাখা দরকার।


লাভ খুঁজে খুঁজে, আমরা ভুলেছি
গভীর চিন্তা ভাবনা
কে হবে বন্ধু, কেবা হবে অরি
বুঝেই উঠতে পারিনা।


যত সংখ্যায়, শত্রু গড়ছে
তার থেকে বেশী মিত্র
কেন যে গড়েনা, তারাই সমাজে
অনুপম এক চিত্র!


বন্ধু শত্রু, যে হবে হোক না
তাই নিয়ে কেন ভাবব
জীবনের পথে, সরল রেখাতে
সহজ গতিতে চলব।


সুবীর সেনগুপ্ত