জোড়া শব্দের বিশ্লেষণ।
।সুবীর সেনগুপ্ত।


দেখা আর শোনা, সে ভাবে দেখলে
দুটোই পৃথক কাজ
একসাথে হলে, হয় দেখাশোনা
পায় দ্বায়িত্ব সাজ।


দেখা তো আছেই, শোনাও তো হয়
প্রায় প্রতিদিন জীবনে
দেখাশোনা নয়, রোজের কবলে
করা হয় প্রয়োজনে।


পৃথক মানের, হলেও কিন্তু
বেশ মিল খুঁজে পাই
দেখাশোনা করা, এই কাজেতেও
দেখতে শুনতে হয়।


পুরো রাত্রিকে, রাতভোর বলি
পাল্টে দিলেই, ভোর রাত
দুটোয় তফাৎ, আকাশ পাতাল
এটাই ভাষার বিভ্রাট।


এক দুই নয়, শ'য়ে শ'য়ে আছে
জোড়া শব্দের সম্ভার
জানছি যতই, অবাক এ মন
মানে জেনে নিই তৎপর


সংযোগ হলো, যোগাযোগ করা
সং সেজে করা নয় যোগ
সং এর সঙ্গী, যেই হলো যোগ
করাও গেলো না যোগ ভোগ।


দেখা আর শোনা, নিয়ে এ সমাজ
দেখাশোনা তার সাথে
দেখছি শুনছি, হারিয়ে ফেলছি
হট্টগোলের মেলাতে।