জোড়া শব্দের ব্যবহারে


দুমদাম করে, বলে ফেলি কথা
যাঁরা শোনে, বলে সব ভুলভাল
বারবার আমি, করে ফেলি পণ
কমকম কথা, করবই ঢাল।


ঠিকঠাক হয়ে, যদি থাকি আমি
'এত কেন গোছগাছ',লোকে বলে
এত ঠিকঠাক, ঠিক নয় ভাবি
হয়ত বা ভালো, ছ্যারাব্যাড়া হলে!


যদি চুলচেরা, বিচারেই যাই
শুনতেই হয়, কাটকাট কথা
ভাবি, সরাসরি দেবো মতামত
তাড়াতাড়ি দেওয়া মত এ শূন্যতা।


কথা ছোঁড়াছুঁড়ি, হওয়া ভালো নয়
ছুঁড়লেই হয়, কথা কাটাকাটি
তাই তো উৎস ঝগড়াঝাঁটির
এই উৎসতে, কেন মাতামাতি!


কথা বলাবলি, হতেই তো হবে
এতে দরাদরি, চলতে পারেনা
বেশীবেশী চাই, বলেই হয়তো
ঠিক ভাগাভাগি, করাও যায় না।


অনেক কথায়, হয় রাগারাগি
মানসিক ভোগাভুগি শুরু হয়
কিছুকিছু দিনে, কথা কমে যায়
সোজাসুজি, এই ধারাই ধরায়।


সব অঙ্গের, চাই নড়ানড়ি
বেশী নড়লেই, হয় বাড়াবাড়ি
অযথা কি করা যায় নাচানাচি!
বলছি না আমি, হোক কড়াকড়ি।


কথা দিয়ে, গড়া হয় গালাগালি
দলাদলি করা, তাও কথা দিয়ে
আপনা-আপনি, এ সব কি হয়!
তাহলেও তাপ, কমে আগে গিয়ে।


           এখন শিখেছি
           বুঝেসুঝে বলি
           আর নেই পণ
           শুধু গলাগলি।


সুবীর সেনগুপ্ত