গভীর রজনীতে, প্রদীপের আলো মেখে
ভাবে ভরা দুটি মন
তপনের থেকে দূরে, স্বপন জড়িয়ে ধরে
এক সাথে হয়ে আছে মগ্ন|
ভালবাসা হেসে হেসে, ছায়া হয়ে ভেসে ভেসে
দুজনের মাঝে এসে রত্ন|


আর অবহেলা নেই, সময় হিসেবে নেই
চোখে চোখ দুজনের
দৃষ্টিতে অভিলাষ, বিভাসিত অবকাশ
দুটো আশা এক হয়ে বন্য|
সব বাধা হারিয়েছে, প্রাণে প্রাণ মিশে গেছে
এখনই তো শুরু হবে যত্ন|