//যত খুশী করে যাও অভিমান//


প্রথমে করলে ভুরি ভুরি রাগ
তারপরে অভিমান নিয়ে এলে
মিলে মিশে গেল রাগ অভিমান
ভাঙব কী করে! ভাঙে না যে বলে।


কেন করবে না রাগ অভিমান!
এ তোমার জন্মগত অধিকার
এই অধিকার আমার কি নেই!
আছে আছে আছে, আছে সব্বার।


এই রাগ প্রথম কখনোই নয়
ফিরে দ্যাখো, পাবে অতীতের ঘরে
ভাঙতে সফল হয়েছি সেগুলো
তবে কী সেগুলো ছিল নড়বড়ে!


অভিমান নিয়ে কী আর বলব!
তুমি অভিমানী প্রমাণ করেছ
অভিমান গলে জলও হয়েছে
সেটাও তুমিই করে দেখিয়েছ।


রাগ অভিমান দেখিনি যুগলে
এটাই প্রথমবার মনে হয়
ভাঙবে কী দুই একই প্রকরণে!
পারবে কী দিতে আমাকে অভয়!


কী কারণে রাগ, কেন অভিমান
করতে চাই না তার বিশ্লেষণ
দুটোই আসবে সকলের পাতে
শুধু সময়ের বিভিন্ন ক্ষণ।


অকপটে আমি বলতেই পারি
রাগ থেকে মনে জেগে ওঠে ভয়
অভিমান যেন এক আবদার
বারবার এই মন পেতে চায়।


ভাঙাবোই আমি রাগ-অভিমান
এ-কাজ আমার নিরালা মননে
এক অনুরোধ করব তোমায়
রাগ ছেড়ে দিয়ে যাবে অভিমানে!


যা কিছু করেছি জীবনে গ্রহণ
যতনেই রাখি সেই সব কিছু
যত পারো করে যাও অভিমান
কোরোনা রাগের ধাওয়া পিছু পিছু।


সুবীর সেনগুপ্ত