//যত উপহার, সব একই মান//


আজ কিছু দেবে
কী যে দেবে, আমি জানি না
সেটা জানবার
প্রয়োজন বোধ করি না।


যাই পাব আমি
সেটা উপহার, জানি তো
সব উপহার
এক মান নিয়ে, মানি তো।


উপহার ছোট
কিংবা তা বড়, কে জানে!
উপহার নিয়ে
তর্কের নেই কোনো মানে।


উপহার পাব
জেনে পেয়ে যাই আনন্দ
নাও যদি পাই
তাতেও কাটে না ছন্দ।


উপহার পাই
সবাই আমরা জীবনে
উপহার আসে
কোনো না কোনই কারণে।


কারণ ছাড়া কি
উপহার কেউ দেয় না!
নিশ্চয়ই দেয়
সেটা জানাজানি হয় না।


কোনো উপহার
দেয় কি দুঃখ অলক্ষ্যে!
সব উপহার
অভিভূত করে মনকে।


তাই তো চাই না
উপহার কী যে জানতে!
পেয়েই জানব
উপহার নেব আনন্দে।


সুবীর সেনগুপ্ত