//যেমনই হোক, আসবে সকাল//


সেদিন সকাল, আজকে সকাল
তেমনি, প্রতিদিনের সকাল
কিছু সময়ের, বাঁধা সকাল
তোমার সকাল, আমার সকাল।


প্রতি মানুষের, একই সকাল
আলো আর তাপে, ভরা সকাল
কারোর জন্য, মুক্ত সকাল
আর কেউ চায়, সুপ্ত সকাল।


কারো ভাবনায়, মামুলি সকাল
কারো মনে, ভয় নিয়েই সকাল
ঊষার কিরণে, উজল সকাল
বর্ষা এলেই, স্যাঁতস্যাঁতে সকাল।


রবিবার, ঘুম জড়ানো সকাল
হারিয়েও যায়, এদিন সকাল
আর সব দিনে, ব্যস্ত সকাল
লম্বা ছুটিতে, ধীরূজ সকাল।


স্নিগ্ধ সকাল, শান্ত সকাল
পাখীর ডাকে, ভরা সকাল
ট্রেন ধরতে, তাড়ার সকাল
অভিসারের, মগ্ন সকাল।


মন্দ সকাল, ভালো সকাল
ঘটনায় ভরা, তুল্য সকাল
মাতাল হাওয়ায়, সৌম্য সকাল
বিয়ে বাড়ীর, ব্যাপৃত সকাল।


খুশীর সময়, আনন্দ সকাল
বিদায় বেলায় করুণ সকাল
পরের দিনে, বিষাদ সকাল
চায় নাকি কেউ, এমন সকাল!


রেওয়াজ নিয়ে, গানের সকাল
নুপূর ধ্বনির, তাল এর সকাল
ভিক্ষুকের ওই, ভগ্ন সকাল
আর ফুটপাথে, নগ্ন সকাল।


আশ্বিন মাসে, পুজোর সকাল
শিশির দিয়ে, ভেজা সকাল
মাঘে, কুঁকড়ে যাওয়া সকাল
জড়তাহীন জ্যৈষ্ঠ সকাল।


সব সকালই, আলোর সকাল
তাই তো, ভালবাসার সকাল।


সুবীর সেনগুপ্ত