যুগ বদলাবে, তাতে কি!


যুগ বদলেছে
বদলায়নি তো সুখ
প্রেম ভালবাসা একই রয়ে গেছে
রয়ে গেছে সেই দুখ।


একই সূর্যের
ঝোরে পড়া রোদ
দেয়নি বদলে দিন...
খোলস পাল্টে
হতে কি পারি নবীন!


নতূন বোতলে
পুরোনো মদের ফোয়ারা...
সেই এক নেশা
আশা বা দুরাশা
মিলেমিশে দিশাহারা।


ঢাল তলোয়ার
নিয়েছে বিদায়
এসেছে আগ্নেয়াস্ত্র...
গোলাগুলি আজ
হয়েছে দিনের শাস্ত্র।


বিলাসিতা আছে
শরীরের সাথে বেঁচে...
যেমন ছিল সে
ঠিক তেমনই
লাগেনি আঁচড় ধাঁচে।


শুধু বদলেছে
নিয়মের ধারা
বদলে যায়নি মূল...
বদলানো যুগ
আমাদের চোখে ধূল।


যুগ বদলাবে
এ তো সাধারণ ঘটনা...
বদলানো যুগে
লোক বদলাবে
চলবে তাদের ভাবনা।


উদ্ভাবনের সাথে সাথে
এসে যাবেই পরিবর্তন
সুখ দুঃখের স্থিতিশীল ছবি
থাকবেও বেঁচে অনুক্ষণ।


সুবীর সেনগুপ্ত