চুপ করে যদি বসে থাকি আমি
বলবে কি তবে করছি না কাজ!
বসাটাও কাজ, আমার ধারণা
হয়নি করতে পা-দুটোকে ভাঁজ!


কিছু করলেই, সেটা কাজ হয়
তাতে লাগে শ্রম, লাগেও সময়
শ্রম পরিমাণ, হতে পারে কম
কাজটা সহজ, বললেই হয়|


কাজ ছাড়া, কোনো ক্ষণ হয় নাকি!
কাজহীন ক্ষণ, দিয়ে দেবে ফাঁকি
চেতনার মাঝে, থাকলেই মন
হতে থাকে কাজ, যেমন তেমন|


সমাজের মাঝে, কাজ অগুণিত
যার যেটা খুশী, নিয়ে থাকে রত
পেশা বেছে নিয়ে, করলেই হয়
দুই পেশাতেও, পাওয়া যায় জয়|


কাজ নিয়ে কেন, হয় মাতামাতি!
চুপিসারে কাজ, পেয়ে যায় গতি
কাজ নয় জলসা, কেন হৈ চৈ!
লক্ষ হারালে, কাজে হবে ক্ষতি|


কাজ হয় বেশী, একলা একলা
দলে জুড়ে কাজ, দিতে হয় ঠেলা
কাজ শেষ হয়, সময় বহাল
কাজের অভাবে খালি নয় জাল|


কাজ, সনাতন, ধর্মের মতো
বদলে গেলেও, থাকে অবিরত
মান সন্মান, কাজের থেকেই
ভুবন থাকবে, জড়িয়ে কাজেই|


ক্ষতির চরমে, পৌঁছে গেলেও
কাজ থাকবেই, যাবে না চলেও
চরমানন্দে, কাজ কি পালাবে!
মুক্তি পাবেনা, কাজের থেকেও|


কাজ বাছাবাছি হয়, তা তো জানি
বাছাবাছি শুধু, পেশাতেই মানি
বাকী কাজগুলো, সবার জন্য
কেউ না করলে, সে তো মনমানি|


জন্ম মানেই, কাজে ঢুকে যাওয়া
কাজ থেকেই তো, সব কিছু পাওয়া
কাজের অন্ত, নিশ্চয়ই হবে
সে তো মরণের পরেই আসবে|