//কাজ শুরু করে করো সম্পূর্ণ//


স্বপ্নে এসেই দেখা দিয়েছিল
দিয়েছিল শুধু একটি নিদান
সেই নিদানের সাথেই চলেছি
আর এই নিদান হয়েছে প্রধান।


না-ছিল এটাই প্রথম নিদান
অনেক নিদান এসেছেও কানে
কিছু কিছু তার করেছিও সাথী
নিদান শুনলে, ভাবি মনে মনে।


এটা করা নয়, ওটা করবে না
করবে না কিছু যা যা অবৈধ
শুনে শুনে আমি হয়েছি ক্লান্ত
মানা যায় নাকি সব যা বৈধ!


বিদ্যালয় আর বাড়ী দুই স্থান
দুই জায়গার ভিন্ন নিদান
মেনেছি সামনে, মানিনি আড়ালে
হয়নি গ্রাহ্য-অগ্রাহ্য সমান।


কী সেই নিদান স্বপ্নে এসেছে!
যে নিদান এই মনে বসে গেছে
আর সকলের মনে কী বসেছে!
সেটাই জানার ইচ্ছা হয়েছে।


স্বপ্নের সেই নিদান আমার
কারণ, আমার স্বপ্নে এসেছে
নিদান আমার ভালো লেগে গেছে
এই ভালোলাগা কর্মে জুড়েছে।


"কাজ শুরু করে করো সম্পূর্ণ"
"কাজে গড়িমসি না হোক কামনা"
যদিও নিদান খুব সাধারণ
এই নিদানেই আমার সাধনা।


সুবীর সেনগুপ্ত