//কাজ মানে কাজ, এটাই সংজ্ঞা//


ছোট ছোট কাজে কাটে ছোটবেলা
বড় হয়ে গেলে, কাজ বড় বড়
এ নিয়ম মেনে অনেক বয়সে
কাজগুলো সব হয়ে যাবে বুড়ো।


আবোল তাবোল কী যে বকে যাও!
'কাজ বুড়ো হবে', এ সব মানে কি!
কাজ কোনোদিন হয় না বৃদ্ধ
কাজের আকার দেয় না তো ফাঁকি।


কাজ ছোট বড়! আমি তো মানি না
কাজ হতে পারে, জানা বা অজানা
যে কাজ জেনেছি, সেটাই সহজ
ছোট বড় বলা, সবই তো বাহানা।


কাজ রকমারি, যেটা চাই ধরি
মন চায়, তাই সেই কাজ করি
ছোট বয়স বা বড় বয়সের
দক্ষতা মতো, কাজে মন ভরি।


'কাজ ছোট বড়', অনেকে মানবে
সেই ধারণায়, ধরা কি কাঁদবে!
ঠিক বা ভুল এর তর্কে না গিয়ে
কাজ করে গেলে, কাজই এগোবে।


অল্প সময়ে, হয়ে গেল কাজ
সেটা ছোট কাজ, বলতেই পারি
তা বলে কি তার গুরুত্ব কম!
গুরুত্ব নিয়ে, কেন দরাদরি!


অনেক বয়সে, কাজ কমে যায়
কম সামর্থ্য, তাই এটা হয়
কিন্তু কাজের রূপ একই থাকে
বৃদ্ধকে কাজ কম দেওয়া হয়।


কাজ মানে কাজ, এটাই সংজ্ঞা
প্রতিটি কাজের, সম মর্যাদা
করার সময়কাল যাই হোক
কাজে ডুবলেই, পাওয়া যাবে রাধা।


সুবীর সেনগুপ্ত