কাজ থেকে আয়, আয় থেকে খুশী।
সুবীর সেনগুপ্ত।।


পুড়িয়ে অনেক, কাঠ আর খড়
অবশেষে এলো দূর দেশে
দুটো পয়সার, মুখ দেখবে সে
যা হয়নি তার নিজ দেশে।


কাজ করে দেখা, পয়সার মুখ
পয়সা কি নেই নিজ দেশে!
পয়সা অঢেল, কাজ আছে কম
কতিপয় শুধু তাতে মেশে।


পয়সার মুখ, যাবেই হারিয়ে
ও দেশেও যদি থাকে বসে
কাজ থেকে আয়, আয় থেকে খুশী
প্রমাণ হয়েছে সব দেশে।


আয় দেয় খুশী, শুধুই কি তাই!
দায় আনে, রেখে দেয় পাশে
আয় আর দায়, বাড়ে অনুপাতে
অস্থির হয়ে খুশী ভাসে।


যত আছে প্রাণ, এই পৃথিবীতে
জানা গেছে জ্ঞান চষে চষে
জানতে ছাড়িনি, প্রাণ ক্ষণস্থায়ী
তাও আয় চাই ঠেসে ঠেসে।


আয় চাওয়া, কোনো অন্যায় নয়
না হলেই বদ উদ্দেশ্যে
স্বচ্ছ কাজের, সবুজ আভায়
আয় খুশী দিয়ে, কেবল হাসে।


জীবনের, তাৎপর্য কি কাজ!
আমি এই যুক্তির পাশে
সব কাজে আয়, সেটা ঠিক নয়
বহু কাজে, মানবতা হাসে।


কাজকে করতে দিলে মনে রাজ
ফুরসৎ কই আসে পাশে!
দেশ বিদেশ নিয়ে, মন ভাববে না
কাজ বসে যাবে বিশ্বাসে।