//কাজই রাখে সচল সরব//


আপনমনে পড়ছি যখন
এটা কি নয় কাজের মতন!
এ কাজ থেকে চাইছি না লাভ
এ কাজ মিটিয়ে দিচ্ছে অভাব!


পড়ায় দিয়েই আমার এই মন
থাকছি ভুলে পার্থিব বন
শব্দের দল আমার মাথায়
ভাবনার কোলে দোল খেয়ে যায়।


যখন কোনো কাজ থাকে না
মনটা কাজের খোঁজ ছাড়ে না
কাজ না পেলে, বই তুলে নেয়
ডুব দিয়ে দেয় পড়ার নেশায়।


পড়তে পড়তে শেষ হলে বই
আবার কাজের খোঁজ তো হবেই
তখন এই মন লিখতেই চায়
লিখেও খুশী প্রভূত পায়।


কেবল পড়া লেখা তো নয়
কাজ খুঁজে নিই হেথায় হোথায়
অবসরের কাজগুলো সব
আমায় রাখে সচল সরব।


যেমন তেমন কাজ নিয়ে নিই
যাই না কাজের তুলনাতেই
মুখ্য গৌণ নেই ভাবনাতে
কাজ করে যাই হাসতে হাসতে।


কাজকে ভালবেসেছি, তাই
কাজ দিয়ে দেয় আনন্দ, পাই
এটাই ভাবি লাভ, নয় কি!
নেবই নেব কাজের ঝুঁকি।


সুবীর সেনগুপ্ত