//কাকে বিশ্বাস! কীসে বিশ্বাস!//


বিশ্বাস করা কী এমন কাজ!
করাই তো যায় যখন তখন
বিশ্বাস, কেন করব বলো তো!
নাই যদি করি, হবে কি পতন!


বিশ্বাস নিয়ে ঘাটাঘাটি করি
কিছু লেখা পড়ি, কিছু কথা শুনি
বহু লোক বলে, বিশ্বাস ভালো
আমি শুনে যাই শত শত বাণী।


সবাই বলে না এক সুরে কথা
তাই তো বুঝি না কোন কথা ছবি
মনস্থির করে থাকতে পারি না
ভাবনাতে শুধু খেতে থাকি খাবি।


কাকে বিশ্বাস! কীসে বিশ্বাস!
ভাবতেই থাকি, সময় পেলেই
এক বিন্দুতে আসে না ভাবনা
বিশ্বাস ভাসে সন্দেহতেই।


বাতাস থাকবে, বিশ্বাস করি
করি বিশ্বাস, তপনের তাপ
জন্ম নিলেই, মৃত্যু যে হবে
বিশ্বাস, মনে ফেলেছেও ছাপ।


কত কিছুই তো সিনেমাতে দেখি
বিশ্বাস, তার থেকে কি আসবে!
যদি দিই সাথ অজ্ঞতাকেই
বিশ্বাস এসে মনেই ঢুকবে।


পার্থিব যত কিছু এই ধরাতে
হাতে নিয়ে, দেখে শুনে বিশ্বাস
অতীতের সব ঘটনাসমূহ
হয় বিশ্বাস, পড়ে ইতিহাস।


বিশ্বাস করা যায় কি কাউকে!
এই জিজ্ঞাসা কেন আসে মনে!
এই প্রশ্নের প্রয়োজন আছে
মন বদলায় প্রায় ক্ষণে ক্ষণে।


না দেখা শক্তি, তার বিশ্বাসে
ডুবে আছে প্রাণ, আর তন মন
বিশ্বাস বলে যদি কিছু থাকে
সে তো ভগবান, তাঁরই স্মরণ।


বিশ্বাস নিয়ে বাধকতা নেই
যে করতে চায়, সে তো করবেই
যার বিশ্বাসে আছে বিশ্বাস
পারবে করতে নিরত তাকেই!


বিশ্বাসহীন লোক তো আছেই
জ্ঞানী গুণী আর সাধারণ জন
মনেও হয়েছে তাঁরা বেশী সুখী
তাঁরা বাস্তবে করে বিচরণ।


যে যে ধারণায় ঢেকে গেছে মন
তাতে বিশ্বাস হয়েছে অতীত
প্রবল হয়েছে অনুভূতিগুলো
সজাগ চিত্ত জীবনের মিত।


সুবীর সেনগুপ্ত