লিখব ভেবেছি, কিছু তো লিখতে হবেই
শব্দ বৃষ্টি না হলেও আমি লিখব
প্রয়োজনহীন শব্দগুলোকে জুড়েই
একটা অর্থ নিশ্চিত গড়ে তুলব।


আমার ভাবনা বলে লেখা এক শিল্প
খড় কুটো দিয়ে পাখীরা গড়ছে বাড়ী
যে কোনো শব্দ এলেই মন মন্দিরে
তাই দিয়ে লেখা শুভ আরম্ভ করি।


আমার লেখায় নেই প্রবন্ধ গল্প
অনেক শুভ্র পাতার করিনা খোঁজ
কোনো কাগজের কোণে পেয়ে গেলে স্থান
সেখানেই ভরে দিই আমার গরজ।


ইচ্ছে কামনা বাসনা যে নামই দাও
সেটাই পূর্ণ করি আমি বসে বসে
লেখার সময় দিনের প্রতিটি ক্ষণ
কোনো এক ক্ষণে লেখা থামে অবশেষে।


থেমে যায় লেখা, পুনরায় আসে ভাবনায়
পুনরায় নিই সেই একই পদ্ধতি
আনন্দ আর খুশী নিয়ে মন ব্যস্ত
ভাবনাতে নেই, কবে পাবে লেখা বিরতি।