একটি কামনা হয়ে গেল যেই পূর্ণ
অনেক কামনা মনকে করল দৈণ্য|


কামনার শেষ হয় না যে কেন ভাবছি|
ভাবছি কিন্তু কিনারা কি কিছু পাচ্ছি!


কামনা বাঁচিয়ে রেখেছে এই জীবন
কামনাবিহীন জীবন শুকনো বন|


কামনা এসেই জাগিয়ে তুলছে মন
তারপর কই জাগ্রত মনে ইন্ধন!


সব কামনাকে খুশীতে রাখাই দুষ্কর
এই সুযোগেই দৈন্যতা ছায় অন্তর|


আগে পছন্দ করে পাচ্ছি কি কামনা!
পাচ্ছিনা তাই বৃদ্ধিও হয় যাতনা|


দুই থেকে এক বাছা তো সহজ কাজ
শত থেকে এক বাছতে মাথায় বাজে|


সব কামনাতে খুশীর প্রশ্ন ওঠে না
খুশীর চেষ্টা করতে কিন্তু ছাড়িনা|


সন্দেহ নেই কামনা যে লোভনীয়
লোভে পরে পাপ, মৃত্যুও জেনে নিও|


অনেক কামনা না এলেও গড়ে তুলি
অনুকরণকে ধরেই আমরা ঝুলি|


কি করে বলব কি আদর্শ, কি যে নয়!
সব কামনা কি আদর্শ পথে যায়!  


কটা কামনাকে পড়াতে যে হবে তাজ!
মনে তো হয়না খুব কঠিন এ কাজ|


কামনা দেখায় জীবনে চলার পথ
কত পথ চাই পূর্ণ করতে মনোরথ!


পথ বেশী হলে, হবে দ্বন্দ্বের আগমন
গন্তব্যকে দেখাই যাবেনা আমরণ|


সব্বার কাছে আসবে অনেক কামনা
প্রয়োজন দেখে কিছু বাছা যায়, তাই না!


যার যা কামনা নিজের গড়া উচিত|
নাও যদি হয় পূর্ণ, হবে না চিৎ|


পূর্ণ হল না যে কামনা করে চেষ্টা
সে কামনাকে ভুলে থাকলে মিটবে তেষ্টা|


কামনাতে কানা হওয়া কেন প্রয়োজন!
বুঝিনা তাই তো বিষাদের আগমন|