//কার বেশী কথা সহ্য করব!//


না বলেই যদি বেশ থাকা যায়
বলবো না আমি অযথা
বলা প্রয়োজন হলেই বলব
মুখে ফুটবেই কথা|


অযথা কথাই ভালবাসি, যদি
দেখব না প্রয়োজন
যেখানে সেখানে বলতে থাকব
বলে বলে খুশী মন|


সদাই তো শুনি শব্দ দূষণ
শুনি আর ভুলে যাই
এটাই সত্য নিশ্চিতরূপে
মেনেও নিচ্ছি তাই|


বললেই নাকি মন ভালো থাকে
অনেকের উপদেশ
আবার অনেকে বলে, বলো কম
নেব কোন সন্দেশ!


পরচর্চা কী খুব ভালো লাগে
কিংবা গুজব রটাতে!
দুটোই করতে লাগে বেশী কথা
সেটাই হচ্ছে ধরাতে|


দর দাম করি, হয় বেশী কথা
এটা নিশ্চিত নয় ভুল
কিংবা কাউকে শেখাতেও কিছু
বেশী বেশী কথা নির্ভুল|


অযথা এবং বেশী বেশী কথা
দুটোই কী এক দলে!
মনে হয় না তো সেরকম কিছু
এমন ভাবনা বিফলে|


কার বেশী কথা সহ্য করব|
যে ভালবাসে তাঁর
জেনে-শুনে বেশী কথা শুনে যাই
এ বোধ আমার তোমার|


অল্প কথায় কাজ হয় যেমন
বেশী হলেও তা হয়
কী পরিস্থিতি তারই বিচারে
বেশী কম ঠিক হয়|


এর উপরেও ভাবনায় আসে
কী মুখ্য এই জীবনে!
বেশী কথা, নাকি কাজে সফলতা!
খুশী তো আসেনা স্বপনে|


কোন মানুষের কী বৈশিষ্ট!
কেউ হলে গল্পপ্রিয়
তাঁর প্রবণতা বেশী কথাতেই
হয়েও যায় অপ্রিয়|


বেশী কথা নয়, কম কথা নয়
থাকব কী মাঝখানে!
মধ্য বিন্দু সে তো উদ্বায়ী
কে সফল নির্বাচনে!


সুবীর সেনগুপ্ত