//কারণ নিজের নিজের জীবনে//


অকারণে আসা নিয়ম রহিত
আসার কারণ থাকাই উচিৎ
সেটা জানলেই, বিষয় সামনে
যে আসবে তাঁর হয়ে যাবে হিত।


আসা-যাওয়া হবে, হতেই থাকবে
খাতা খুলে খুলে কেউ কি লিখবে!
এ তো চলবেই সাধারণ ভাবে
কারণ বা অকারণেই চলবে।


যাঁরা ভবঘুরে, তাঁরাও আসবে
কারণ চাইলে, তাঁরা তো হাসবে
তাঁরা যে মানে না কারণের ধারা
আর কোনো পথে দুই পা বাড়াবে।


ট্রেন এসে থামে স্টেশনে স্টেশনে
কখন আসবে, যাত্রীরা জানে
সময়ে না এলে কারণ সামনে
অশান্ত মন শান্ত কারণে।


ট্রেন আসে নাকি হয়ে স্বতন্ত্র!
চালিয়ে আনতে হয় এই যন্ত্র
তাই আনব না ট্রেনের তুলনা
কিন্তু, তুলনা শুধু কি ধারণা!


কারণ ছাড়াই যাই কি স্টেশনে!
কারণ কি বলা হয় কানেকানে!
কারণ নিজের নিজের জীবনে
কারণ গড়ছে প্রায় প্রতিক্ষণে।


অকারণে হয় বহু যাওয়া-আসা
তখন কি ওঠে প্রতিবাদী ভাষা!
তেমন হয়না কক্ষনো, জানি
হয় অভ্যর্থনা, নয় জিজ্ঞাসা।


বিনা কারণের আসা নয় ভুল
ভুল ভাবাটাই আসলে তো ভুল
আসুক আসুক, সবাই আসুক
এসেই আসর হয় মশগুল।


সুবীর সেনগুপ্ত