কারণ দিয়েই এই জীবনের শুরু
একটার পরে একটা কারণে
পরিকল্পনা পুরু|
কারণ এনেছে প্রতিটি অঙ্গ শরীরে
দৃষ্ট কিংবা অদৃষ্ট হয়ে
সব শরীরের ভীড়ে|
একটা কারণ আছে বলে আমি লিখি
ছোট নাকি বড়, কিছু তো একটা
কোনো কারণেই শিখি|
কারণেই গড়ে উঠেছে এই ব্রহ্মান্ড
কি কারণ সেটা জানিনা হয়ত
বলবো কি সব ভন্ড!
কারণ না হলে বারন করা কি যায়!
কেউ যদি করে তা নয় যোগ্য
সেটা না মানলে হয়|
যত অপরাধ ঘটছে সব তো কারণেই
হতে পারে তার কিছু অযৌক্তিক
ব্যাখ্যার কোনো মানে নেই|
এক এক বিন্দু দিয়ে গড়া যত অভ্র
ঝরে পড়ে বারিধারা এ ভুবনে
কারণ বৃহদ ক্ষুদ্র|
অকারণে ভাবি বলা কি হবে উচিত!
তার পিছনেও যে কারণ আছে
ভাবলেই পাবে ভিত|
মানতেই হবে প্রাণ আগমন কারণে
প্রাণের অন্ত যেদিনই হোক না
হবে কারণের বরণে|
কি নেই কারণে যা আছে দৃষ্টি সীমানায়!
যা খুঁজবে তাও কারণের ফল
কারণ ছাড়া কি বাঁচা যায়!
কারণ আছেই, তাই তো তোমাকে চাইছি
ধরা দিচ্ছ না সেটাও কারণে
স্বান্তনা নিয়ে থাকছি|
মিথ্যে সত্য সব কারণের ভৃত্য
সময় ও স্থান বাছাবাছি করে
খুশী করা হয় চিত্ত|
হতেই তো পারে কারণ গৌণ মুখ্য
গৌণ কারণে ফল না আসলে
কেন পাই এত দুঃখ!
যে কারণে কাজ সেটা হোক উপযুক্ত
অনুপযুক্ত কারণ না নিলে
জীবন হবে না সিক্ত|


কারণেই ব্রহ্মান্ড