পায়ে পা মিলিয়ে চলছি দুজনে
সময় আর আমি রম্য ভুবনে
কে কার সাথেই মেলাবে যে পা
একলা যায় কি জীবনটা মাপা!


জীবন মাপা তো একলাই হয়
যদিও সঙ্গী সাথীরাও রয়
সাথী থাকা ভাল, তাই তো মানব
যদি না থাকেও, তাও মেনে নেব|


জীবন মাপতে চলি কি আমরা!
চললেই মাপা হয়ে যায় সারা
কে কত মাইল চলেছি কে জানে!
বলতে কি কেউ পারবেই গুণে|


একটা সাথী তো সবার পাশেই
সে ছেড়ে যাবেনা, এও তো জানাই
হলেও সে সাথী সবচেয়ে দামী
অন্য সাথীর হই অনুগামী|


চলা ছাড়া এই জীবন হয় না
শেষ হলে চলা, জীবন থাকে না
চলা স্বশাসিত সবার জীবনে
চলায় জড়ানো জীবনের মানে|


আসল কথা যে সাথী ঠিক করা
বারবার স্থির করাটাই ধারা
দীর্ঘকালীন সাথী হয় না যে
সাথীর স্থিতিও কাজ বুঝে বুঝে|


নিয়মমাফিক সাথী তো সময়
হয় না কখনো তার বিনিময়
সময় থাকবে নিঃশর্তভাবেই
তাকে নিয়ে চলা সহজ হবেই|


একটা ভুবনে একই তো সময়
সবাই চলছি নিজ ইচ্ছায়
অন্য সাথীকে হয়ত বা পাবে
প্রধান সাথী তো সময়ই থাকবে|